ঘৃণা নামক প্রেমিক বলেই ডেকো!
সত্যই  যদি ভালোবাসো,  চাঁদের কলঙ্কও সুন্দর লাগে!


যে দাগে দাগ কাটতে চাও,
সেই দাগ যদি,  যদি ঘৃণা মুখে চাও!


ঘৃণা স্বরুপ মুখ ফিরিয়ে লও।


সেটি ভালোবাসা নাহি, চাহিদা বলে।
তুমি ভালোবাসোনি, শুয়েছ শুধু চাহিদার কোলে।


ফিরে যাও সেই সুখের খোঁজে, যে নিখুঁত সুন্দর হয়ে থেকেছে চাহিদার লোভে,
খুলেছো বিন্দুর দ্বার চাহিদার মাতাল নাবিক হয়ে।
ভালোবাসা কারে কয়?
সুখলাভে কি ভালোবাসা আসলেই হয়?


তুমি  সুখের প্রেমিকা হয়ে থেকো।
আমায় ঘৃণা নামক প্রেমিক,  বলেই ডেকো!