তার ঠোঁট শীতল কিন্তু নিঃশ্বাস ছিল গরম,
তার কণ্ঠ পাহাড়ি ঝর্ণা কিন্তু স্পর্শ ছিল নরম।


তার বুঁকে প্রেমের বারুদ ছিল
কিন্তু জ্বালাতে দেখিনি!
সে ভালোবাসা চাইতো কিন্তু তাকে
কাউকে বলতে শুনিনি।


সে দারুন প্রেমিকা হতে পারতো
কিন্তু ভয়ে হতে চাইনি।
সে মজনুর কাহিনী পড়ত কিন্তু
প্রেমের স্পর্শ তাকে ছুঁতে পারেনি।


তাই সে আজও একা,
এই সমাজের ভালোবাসা তাকে
একটু জায়গা দেয়নি।


সবাই তাঁকে ছুঁতে চাইতো লালসা হয়ে
কিন্তু বুকের বাঁ-পাশে
কেউ আগলে রাখতে চায়নি।


তাঁর মনে অনেক ক্ষত
লজ্জায় সে বলতে পারেনি।
কি করেই বা বলবে?
হতোভাগিনীর যে সংসার হয়নি!