শুক্রানু আর ডিম্বানুর মিলনে জন্মেছি আমি যার গর্ভে
সেই তো আমার জননী তার তরে আজ হৃদ ভরে গর্বে  ।
পুষ্টি যত খেয়েছি জীবনে বাজারের সব সেরা
তার মধ্যে জননীর বুকের,দুগ্ধই  সর্ব  সেরা  ।


জননী আমার কুত্‍ সিত নচ্ছার ছিল আরো মূর্খ  ।
তবু সে ছিল আমাকে গড়ার বিশ্ব সেরা দূর্গ  ।
জননী হারায়ে জননী পেয়েছি শরীয়তে সে আপন  ।
আমাকে সে করেছে পর আপনে সে বড়ই কৃপন ।


জননী আমার হারিয়ে গেছে ভয়ঙ্কর না ফেরার দেশে।
জানি না সেথায় কিভাবে আছে  কোন  বেশে ।
দুহাত তুলে করি আরাধনা ওগো প্রভু  দয়াময় ।
জনম দুঃখী জননী  মোর কোথাও পায়না যেনো ভয়।


হে রব জননীকে দাও তোমার সেরা স্বর্গে ঠায়।
নেক বান্দি হিসেবে তোমার দেখা যেনো পায়।