চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার উনিশ
বয়ে এনেছিল এক কালো দিন,
জঙ্গী আক্রমণে ভারত মায়ের
চল্লিশটি নির্ভিক সন্তান হয়েছিল প্রাণহীন।


অতিমারীর গ্রাসে দিশেহারা মোরা
কুড়ি একুশে ভুলেছি এ দিন,
না পারবো কোনোদিন শোধ দিতে
পুলওয়ামার শহীদদের ঋণ।


আজ আমরা পরম উচ্ছাসে
ভালোবাসার দিন কোরবো উদযাপন,
তারই মাঝে যেন না ভুলি আমরা
পুলওয়ামার শহীদদের করতে স্মরণ।


ভেসে ওঠে চোখের সামনে
সেই সে দিনের নৃশংস দৃশ্য,
মিনিট খানেক আজ থাকি নীরব
তাদের স্মরণে সরিয়ে মনের হর্ষ।


ডজন ডজন কিনবো গোলাপ
আজ ভালোবাসার দিন পালনে,
তারই মাঝে কিছু পাপড়ি গোলাপের
থাকুক পুলওয়ামার শহীদ স্মরণে।


বালাকোটে আমরা মেতেছি উল্লাসে
সে উল্লাস ছিল বাঁধ না মানা,
আজকের দিনটায় হৃদয়ে থাকুক
পুলওয়ামা শুধুই পুলওয়ামা ।