আমি রোদ চাই-তুমি মেঘলা আকাশ
আমি যতকিছু চাই সব অহেতুক ।
নিগূঢ় কুয়াশা ঘেরা পথ এ'কি কৌতুক ।
কে আছে কোথায় মহা শূন্যতায়
যে কাহিনী শুরু হলো শেষটা কোথায় ?


রোদ নেই নিঝুম আঁধারে অধো-দেশ
বেখেয়ালে ঝরে কত বৃষ্টি অহেতুক ।
রাত্রে প্রভাতে শুকতারা ম্রিয়মাণ বুক।
পুথিপত্র পাঠ করে শেষ অধ্যায়
যে পুথিতে সাগর ভাসান-পাহাড় ঘুমায়।


দেখছি দুচোখে স্বপ্নপুরী জাগে নিদ্রালস
ঘটে যত অবাক কাণ্ড অহেতুক ।
যার যত আছে অধিকার হয়েছে বিমুখ ।
ইচ্ছেরা ফিরে আসে দু'হাত মাথায়
যেখানে রোদের খেলা কেহ না তাকায় ।


শেষ হলে কালো রাত-রোদ নিরলস
তারপর যতকিছু কথা অহেতুক ।
মানিতে পারিনি আজো পাষাণের বুক ।
কী ভাবে পাষাণ হৃদয়ে ঘুমায়
করুণা মোমের বাতি জানে বিধাতায় ।