কেনো হেথা এলে তুমি--কার ডাকে নারী?
আমি তো ডাকিনি তোমা , এই অটবীতে।
শুধুমাত্র বাঁশরি বাজিয়ে আমি সুর
তুলেছিনু--প্রিয়া প্রিয়া--র'বে।ডাকি নাই
তোমা।কণ্ঠ থেকে উচ্চারিত হয় নাই--
এস নারী মোর কাছে-- বাড়াও দুহাত--
তব হস্তে দেবো আমি লোহিত গোলাপ।
এসেছো হেথা , হয়ে বিভোর--শধুমাত্র
সুর-লয় শুনে।সাজাতে তোমার বেণী
গাঁথি নাই কোনো--বেল ফুলমালা।পারি
শুধু বামে রেখে তোমা--বাজাতে এ বেণু
সুমধুর সুরে--কৃষ্ণের মতন।যদি
তাই চাও--বস তবে পাশে--রাধিকার
মত।কর্ণে ঢেলে দেবো সেই সুরগাথা--
যা' তোমার ভরাবে হৃদয়।চক্ষু মুদে
হাত ধরে উচ্চারিবে--ভালোবাসি প্রিয় ;
দাও তব বক্ষে ঠাঁই জীবনের মত।
বলে রাখি তোমা--আমি কিন্তু গুণহীন।
অর্থ নাই, রূপ নাই,যশ নাই--তবে
আছে এক পূত হিয়া দানিতে তোমায়।