হে মধু মধুসুদন, লিখলে তুমি যা।
বঙ্গভাণ্ডারে লিখছো,সোনার অক্ষরে।
রাতুল প্রকাশ যেন,শৌর্যের মধুজা।
বিদেশী ছেড়ে আপন,দৃঢ় অঙ্গীকারে।


নির্মলচিত্তে মনের,উজ্জ্বল আকাশে।
যত মেঘছিল ছেয়ে,করে অবহেলা।
অন্তরে স্ফুলিঙ্গ জ্বেলে,বঙ্গের বাতাসে।
দিলে চতুর্দশপদী , কবিতার মেলা।


ভাসিলে অমিত্রাক্ষরে,মেঘনাদ কাব্যে।
বীরাঙ্গনা ভাবাবেগে, অর্জিত সম্মান।
তিলোত্তমাসম্ভবের,বিনীত কর্তব্যে।
প্রত্যাখ্যাত হয়ে ছিলে,পেয়ে অপমান।


মধু তুমি বঙ্গচাকে, মধু করে পূর্ণ।
বঙ্গভাষার কলসে,দিলে ভর্তি স্বর্ণ।