প্রতিবাদ গুলো যখন হেরে যায় নীরবতার কাছে
রাজা তখন চুপটি থাকে সিংহাসনের ভাঁজে ।
প্রতিশ্রুতি গুলি সব ভেষে যায় ! মিথ্যা স্রোতে এসে
প্রজারা তখন সুযোগ খোঁজে! রাজার কাছে এসে ।


রাজা তখন হেঁসে বলে ! এইতো আমি চাই
চিন্তা কীসের আমরাইতো ! তোদের মা-বোন-ভাই ।
প্রজা বলে প্রভু দুবেলা দু-মুঠো ডাল ভাত চাই
রাজা বলে হবে বাপু! অতো চিন্তা নাই ।


প্রজা বলে,প্রভু এই অসুখে মেয়েটাকে শিক্ষা দেবো কয় ?
রাজা বলে মুখ্যু তুই !আনিস ক্ষনে মুখে ফুটলে খই ।
প্রজা তখন পেন্নাম ঠেকে বলে ! আমার রাজার জয়
চারিদিকে দেখি স্তাবকের ভিড় ! আলোর দিশা নাই ।