আমি মরিয়া পরিব তোমারই প্রেমে
তব প্রেমে পরিয়া আমি মরিব আবার
আমি ছাড়িয়া রব সকল সুখ ও সজন
তব ছায়া চেয়ে আমি ফিরিব তোমার দ্বারে
আমি তোমাকে ছুঁয়ে মরিব আবার
মম পরিনীতা সেজে তুমি মাথা রেখো বুকে
আমি পাইনি যে প্রেম ,প্রেমের বিদায় বেলায়
তুমি সে প্রেম ছড়িয়া রেখো আজ এই সন্ধেবেলায়
আমি জানিনা তখন কে রবে স্বপনে
তুমি রাখিও আমাকে হৃদয়ে তব
আমি দেখিয়া সুদূরের ক্লান্ত শহর
জড়িয়া ধরিব তোমায়, তুমি স্নিগ্ধ যে বড় !
আমি শুনিয়া সে-বেলার সরল ছড়া
মরিব তোমারই তীরে, আমি তবু রব।
এ মৃত্যু স্বাদের বড় ! মৃত্যু কে আক্ষেপ করি
যদি আমি মৃত্যু-আক্ষেপ হারিয়ে ফিরি,
তবুও মরি, ফিরি যে তোমারই দ্বারে;
ঘুম পাড়িয়ে আমাকে, তব মাথা রেখো ঘাড়ে।
তুমি সুর বেঁধে শান্ত করিও আত্মা মম
আমি আহুতি হব তব শান্তির শহরে।
আমি আবার সব ছাড়িয়া পরিব তোমারই প্রেমে
তব প্রেমে পরিয়া আমি মরিব আবার।