পরিশুদ্ধ পতিতা প্রিয়তমা তোমার,
চুমুর উপাখ্যানে শুকিয়ে যাওয়া লিপস্টিক
ভ্যাসলিনের সিজন ফুরিয়ে নেমেছে বসন্ত।
সস্তা কাজলের চোখ, টলমলে জল অতঃপর
ডুব দিয়েও দেখলে না কোন শুষ্ক চৈত্রে,
কেবল মন অদৃশ্য বলেই ভালোবাসতে এত কুণ্ঠাবোধ।
রোজই ব্যবসা চলে ভালো, না শরীর পুঁজি নয়
মননে মগজে মস্তিষ্কে বিষাদ বিরহ আর অসহায়ত্বের...
প্রিয়তম তুমি দূর্বলের চেয়ে দূর্বল রেখে গেলে যারে
সভ্যতার প্রতিষ্ঠিত চোখ রাঙানো বেশ্যালয়ে,
ভালোবাসি বলতেই পারলে না তারে।