প্রেম কোমল প্রেম অনল,প্রেম-ই জীবন আবার মরন ।
দুঃখ সুখের সকল কারন ,হীনতা জড়তা শক্তিবল।
প্রেম পুণ‍্যি প্রেম ধন‍্যি,প্রেমে জরা ম্লানি গ্লানি;
যেমনে তব মনন দর্শন,সহাই ক্ষয় ভীতি সম্বল।
প্রেমে অমর মলিন কালি,প্রেম-ই জগত অপার অতল ।
চল বুঝেতে চল ভাবাতে ,
বিবেক ঠাওরে চল ।।


কখনো তার ছোঁয়া যায় অনুভব হে অনুপম হৃদমাঝারে অনুকম্পায় ।
জীবনের তরে যাপনের পথে ,
মেলে যদি শুদ্ধিতর ?
ভুবন তবে সুখোদয় ।
তথা যদি কালমেঘ'ছেয়ে যায় সারাবেলা ?
বিরহানলে নীলচে রঙ তখন !
বিস্বাদে স্বাদ ফিঙে কালা ।
আবেশে নিথর নিদ-হারা আঁখিকোণ,তার জুড়ি মেলা ভার !
প্রেম নিঠুর নির্দয় বড়
জীবন ক্ষত বিষম জ্বালা ।
তবু,
প্রেম পরশপাথর মানব মানবীর বন্ধনী সেতু !
পৃথিবী-পরে প্রেম আলোক ,কোহিনুর অধিক দ‍্যুতিময় ।।