আমার আকাশ আজ কালো মেঘে ঢাকা,
তুমি ছিলে এ জীবনে শুধু পিছু ডাকা ।


নদী চলে মোহনাতে খোঁজে তার নীড় ,
আমি চলি অজানাতে বুকে বিঁধে তীর ।


ছলনা করেছো তুমি মিছে ভালোবেসে,
ছেড়ে গেছো আমাকে ফেলে অবশেষে ।


অকারনে ভেঙে দিলে সাজানো এ ঘর ,
আমার জীবন আজ ধুঁ ধুঁ বালুচর ।


প্রেম-প্রীতি ভালোবাসা মিছে মায়া জাল,
দুটি ধর্ম গ্রাস করে দুখের করাল ।


সুখ খুঁজি তুমি হীনে নেই পিছু টান,
ভেবে না যে করে আছি মান অভিমান ।


ভুল মানুষের সাথে ভালোবাসা নয়,
প্রকৃত প্রমিক পাবে শুধু এ হৃদয় ।


রোজী তুমি ভালো থাকো করি অভিলাষ,
তুমি বিনে আমার জীবন ক্ষেপার দেবদাস ।