ধরো, হঠাৎই তোমায় ফোন করে বললাম–
প্রিয়াঙ্কা , চলো... আজ বিকেলে বাইরে কোথাও! যাবে?
যদি বলি– দামী রেস্তোরাঁ কিংবা কোনো ক্যাফে নয়,
কোনো এক অচেনা রাস্তার প্রান্তরেখা ধরে হাঁটতে।
পা মেলাবে আমার সাথে?


শরীর বেয়ে যদি ক্লান্তি নামে, ছোট্ট দুটি মাটির ভাড়ে–
ধোঁয়া ওঠা চা-য়ে চুমুক দেওয়া যেতেই পারে!
যদি সাথে একটা সিগারেট ধরাই
তোমার কি খুব অস্বস্তি হবে?


মন চাইলে বসা যেতেই পারে, পার্কের কোনো নির্জন বেঞ্চে!
ক্লান্ত হয়ে যদি শেষে তোমার কোলে মাথা রাখি,
তবে খুব একটা কি বাড়াবাড়ি হয়ে যাবে?
কোনো কথা না বলে যদি দু'চোখ ভরে তোমাকেই দেখি,
তুমি কি বিস্মিত হবে?


যদি গোধূলির রাঙা আলোয় তোমার সৌন্দর্য্যে মুগ্ধ হই;
সেই মুগ্ধতা প্রকাশ পেলে, তুমি কি খুব লজ্জা পাবে?
যদি সন্ধ্যাতারা আর তোমার মাঝে অন্ত্যমিলের গল্প শোনাই–
তবে, তোমার কি খুব বিরক্তি হবে?


ধরো, যদি সবকিছু ভুলে বলি– প্রিয়াঙ্কা, ফিরে এসো...
সবকিছু ভুলে যদি বলি– প্রিয়াঙ্কা , তুমি আমার হবে?
বলো... আমার হবে?