দুলে খাটে সহজ পাঠে তুলতো যখন সুর,
শিশু মন জানতোনা তখন কেমন রবি ঠাকুর।
মেলায় গিয়ে কিনে নিয়ে আনলো মাটির রবি,
তার মাথায় তখন সেটাই ঠাকুর রবি কবি।


পড়া করে "ছোট নদী" স্লেটে আঁকে ছবি,
মা'য়ের কাছে জানলো তখন তিনিই কবির রবি।
"আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ",
পঁচিশে বৈশাখ কবি প্রণাম বলবে ছড়া সেও।


"উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনেনা কানে।"
সেই "পুরাতন ভৃত্য"র কথা পড়ে খোকনের মনে।
বড়ো হয়ে স্বপ্ন দেখে হতেই হবে মানুষ,
মাইক ধরে তখন খোকন বলে "বীর পুরুষ।"


তুমি ভাস্কর, তুমি সূর্য,তুমি রবি,দিননাথ,
বিশ্ববুকে ছড়িয়ে আছো তুমি, হে"রবীন্দ্রনাথ"।।