শুনে কি খুব অবাক হবে?
তোমাকে ফিরে পাওয়ার অদম্য আশায়
আমি এখন কুসংস্কারেও বেঘোরে বিশ্বাসী!
তাইতো এবার পীরের দরগায় শিরনী মানত করেছি!
প্রেমের দেবতা রতিকান্তকে দিয়েছি অমৃত ভোগ!
এখানেই কি শেষ?
জাদরেল কবিরাজ ধরেছি!
কবিরাজ বলেছেন,তোমাকে ফিরিয়ে আনা তো ওয়ান-টুর ব্যাপার!
তাইতো কিনেছি একখান অষ্ট ধাতুর কবচ।
এক দামে কিনেছি মাটির নতুন হাড়ি।
সেই হাড়িতে সাত দমে ভরেছি
স্রোতস্বিনী ব্রম্মপুত্রের সাত ঘাটের পানি।
কবিরাজ তন্ত্রমন্ত্রে পানি পড়ে দিয়েছেন।
জাফরান কালি দিয়ে তাবিজ লিখে
সেই কবচে ভরে দিয়েছেন।
এবার পড়া পানি ছিটিয়ে দিয়েছি তোমার বাড়ির পথে।
তাবিজখানা বেঁধে রেখেছি আমার আদর হাতে।
সেই থেকে চলছে আমার ক্লান্তিহীন সুখ!
আমার বাড়ির দখিন পথে বিছিয়ে রেখেছি চোখ।