অন্ধকার গুহার উষ্ণ পরিমন্ডলে
কয়েক মাসের বসবাসের শেষে,
গুহা থেকএ বেরিয়ে
আলোর জগতে অন‍্য চিত্র ।


বরনডালার মালার শুকনো ফুলদিয়ে
ম‍্যারমেরে নিরস অভ‍্যর্থনা শেষে
জীবনের ত্বক চুঁইয়ে রক্ত গড়ায় ,
মুখোশে ঢাকা মুখের আধিক‍্যে
হারিয়ে যায় মানবিক দিকগুলি ।


লঠতার আসুরিক রোষের অনলে
দুগ্ধ হয়ে অঙ্গারহয় জীবন ,
অসৎ ছলচাতুরির পঙ্কিলে
নিমজ্জিত জীবন
বাঁচার জন‍্য -
নিঃশ্বাস নিতে নিতে ভাবে ,
গুহার অন্ধকার অনেক নিরাপদ-
বাহিরের আলোর জগৎ থেকে।