আমার ভারত সহজ সরল সকল দেশের সেরা,
আমার ভারত নীল সবুজের আদর দিয়ে ঘেরা।
আমার ভারত খুব সাধারণ পরনে সুতির বস্ত্র,
আমার ভারত বিপদ এলেই ধরতে জানে অস্ত্র।


আমার ভারত মানবতাবাদী বিভিন্ন ধর্মের হাট,
আমার ভারত তবুও পড়ায় মানব ধর্মের পাঠ।
আমার ভারত মায়ের মতই সবার হাসিতে হাসে,
আমার ভারত উদার মনের সকলকে ভালোবাসে।


আমার ভারত পাড়ায় পাড়ায় নতুন সকাল আনে,
আমার ভারত রাজপথে নেমে দুঃখ কুড়াতে জানে।
আমার ভারত স্বপন দেখায় সাহস জোগায় বুকে,
আমার ভারত অসুস্থ আজ হিংস্র এক অসুখে।


আমার ভারত সোনার পাখি তবুও জীবন রিক্ত,
আমার ভারত স্বাধীন হয়েও পরাধীনতায় সিক্ত।
আমার ভারতে শাসন ভাষণ মিথ্যের বার্তা বয়,
রাজাও নেই রাজপাটও নেই তবুও জীবনের ভয়।


আমার ভারত তোমার ভারত বিভেদ কেনো তবে?
তোমার আমার দূর করে দাও আমাদের বলো সবে।
আমাদের ভারত মন্দ ভালোয় আমরাই সঙ্গী তার,
মহান ভারত সত্য'দূত হোক ত্যাগ হোক অঙ্গীকার।