ভাবনার তরী ভালোবাসায় ভরি,
প্রেমের সাগরে আমি দিয়ে ছিলাম পারি!
কিবা অপরাধ না পোহাতে রাত,
  আমাকে সে গিয়েছিল ছাড়ি!


একা লয়ে তরীখানা মানিনাই কোন মানা,
     ঐ পারে কিছু মোর ছিলনা তো জানা!
ছেড়া ছিল পাল ভাঙা ছিল হাল,
জীবনে আসিল মোর কত তাল বাহানা!


কল্পনার আকাশে মেঘের ভেলায় ভেসে,
চলেছিলাম আকাশের নীল ঘেঁষে!
স্বপ্নের খেলায় হাজারো তারার মেলায়,
     জ্যোৎস্নার চাঁদটা যেন উঠিলো হেসে!


কেটে গেল ঘোর নিশি হলো ভোর,
না পাওয়ার বেঁদনায় কি যে আমি করি!
আমি যেন নিঃস্ব ঘুরিতেছি বিশ্ব,
      ঘুরপাক খায় মোর ভাবনার তরী!