হাত পুড়িয়ে স্বপ্ন ধরি
ভাসাই মন প্রেমের খোঁজে,
গোটা-কতক বসন্ত ধরে
একশোদিনের বসাই কাজে।


তির্যক যষ্টিই হাতের পাঁচ
বাঁকা তবু সেই চাহনি,
কুকুর-লেজের শিষ্য আমি
হারতে কভু শিখিনি।


রাতের বেলা হয়না ঘুম
দিবাস্বপ্নই সার,
মেঘ হারিয়ে বৃষ্টি কিনি
অন্তত তিনবার!


সমুদ্র জলে চাই ভাস্‌তে
ফেনায় তবু বিরক্তি,
আলাদীনের প্রদীপ হাতে
ছলনা তোমার-ই শক্তি।


কেটেকুটে যায় যাক
হাজার শত পয়লা মে,
আস্‌তে তোমায় হবেনা শোনো
নাক-বাঁকানো দস্যি মেয়ে।


শিখন-বুলি শোনাও সবে
এক গরীব-দুঃখী-দীন,
মেদ-হীন শ্রমিকের ঘরে
প্রতিটা দিন-ই মে-দিন!


যেমন আছি থাকবো সবাই
খাটবে ঘড়ির ঘন্টা,
আবার আমরা শহীদ হবো
বাজবে যেই রাত বারোটা!


----ঝন্টু মণ্ডল . ১/৫/২০১৩ -১:৩০pm