আমার নিঃসঙ্গ দুপুর কাটে
তোমার একশো মিটারে।
না-খাওয়া ভাতের থালায়
এলোমেলো তোমায় আঁকি--
দুদ্দাড় ছুটি চিলেকোঠায়।
চড়ুই-এর ফোঁকড় দিয়ে
আছড়ে পড় তুমি...
অভ্যস্ত হাতে লুফি তা।
ছাদ্‌ময় পাথর-নুড়ি
প্রতিটা হিসেব রাখে!


বরাবরের এলোচুল
হয়তোবা ভেজা, আর
চারটে আঙুলে
অব্যাহত খুঁজে চলা...
..."আমি এখানে,এই চিলেকোঠায়...!"
ব্যর্থ অ্যাড্রিনালিন মুচকি হাসে!
হালকা-ফ্রকে-ডোবা ধ্রুবতারা
বোঝেনা কিছুই!
শুধুই টানে---আমাকে
আমার ক্ষয়ে-যাওয়া দুপুর গুলোকে!


----ঝন্টু মণ্ডল . ০১/০৫/২০১৩ -২pm