আজ যখন পুড়েছে মুখ
আজ যখন সময়ের খোরাক হয়ে আছি বেঁচে
কী পেয়েছি,কী পাইনি
কী পেতাম,কী পেয়েও চাইনি---
বৃথা হিসেবে ছিঁড়ি ডায়েরীর পাতা।
তখন খুঁজি তোমায়....
ভালবাসবো বলে!


আজ যখন ফিরেছে জ্ঞান
আজ যখন সবার চলে-যাওয়া নিয়েছি মেনে
কী চেয়েছি,কী হারিয়েছি
কী নিয়েছি,কী দিয়েছি বিলিয়ে---
বৃথা কান্নায় খুঁজি খরচের খাতা।
তখন খুঁজি তোমায়....
ভালবাসবো বলে!


আজ যখন হেরেছে তৃষ্ণা
আজ যখন শুধুই লাব-ডাব হয়ে ধুঁকছি একা
কী ভেবেছি,কী করেছি
কী করতে পারতাম,কী করিনি ভেবেও---
বৃথা শাঁখের করাতে জ্বালছি মাথা।
তখন খুঁজি তোমায়....
ভালবাসবো বলে!


আজ যখন শুষছে অবকাশ
আজ যখন মাথার উপর একলা হাওয়া
কাকে কাঁদিয়েছি,কেন কাঁদিয়েছি
কী চেয়েছিল সে,কেনই বা তা দেইনি---
বৃথা ভেজাই চোখের পাতা।
তখন খুঁজি তোমায়....
মৃত্যু চাইবো বলে!


----ঝন্টু মণ্ডল . ০২/০৫/২০১৩ -২pm