তুমি আছো মনেতে আমার
আছো নয়নে।
তুমি আছো সতত সদাই
আমার জীবনে।
তুমি আছো মেঘ-কল্পনায়
আছো বাস্তবে।
তুমি আছো ফুটিত ফুলে
আছো সৌরভে।
তুমি আছো ঘোর-নিদ্রায়
আছো জাগরণে।
তোমাকে পাই আমি
মধুর স্বপনে।
তুমি আছো একাকী-দুঃখে
আছো সুসময়ে।
আছো তুমি পরাণ মাঝে
প্রেরণাদাত্রী হয়ে।
তুমি আছো সুখ-মিলনে
আছো বিরহে।
আশরীর আচ্ছন্ন আমি
তোমার-ই মোহে।
তুমি আছো সবেতে আমার
সবটুকু জুড়ে।
বলো প্রিয়া তুমি বিনা
থাকি কী করে?


----ঝন্টু মণ্ডল . ০২/১২/২০০৮


#আগের লেখাটায় সামান্য কিছু পরিবর্তন করে শেয়ার করলাম।#