তুমি চলেছো,চলেছো তোমার পথে
কী মসৃণ তোমার যাত্রাপথ।
কখনও সোজা,কখনও বা
মৃদু বাঁক। তবু চলেছো তুমি।


না।
তোমার কোন সময় নেই।
সময় নেই চেয়ে দেখবার
কে চলেছে তোমার সাথে
তোমার পাশেপাশে!
হয়তো সেও যাবে সেই ঠিকানায়।
কিন্তু তাতে কী?
কিছুমাত্র প্রয়োজন নেই তোমার
যতই সে হতে চাক না কেন
তোমার পথের সাথী।


না।
কখনওই না।
করেছো পণ---
তাকাবেনা তার দিকে।
সে যে অতি নগণ্য, অযোগ্য
তোমার সাথী সে হতে পারেনা কিছুতেই!


তুমি তো রেল লাইনের মত---
অনন্ত, সমান্তরাল।
মিলবে না কিছুতেই
যতই মাইলের পর মাইল
বছরের পর বছর
হয়ে যাক পার!!


----ঝন্টু মণ্ডল . ০৩/১২/২০০৮


## এটাও আমার প্রথম দিকের লেখা। কিন্তু এই লেখাটি আমার খুব প্রিয় এবং আমার জীবনের পক্ষে এটা খুব important role play করেছিল। আশা করি ভালোই লাগবে আপনাদের।##