শান্তিরহিত সময়ের স্রোত
আত্ম-গর্জনে সর্বগ্রাসী।
এলোকেশী কালোচুলে
একতিল স্বস্তি খোঁজে।


ইনফ্রাচুয়েশনে ইতি কৈশোর
ভালোবাস্‌তে শিখলাম না।
সীমাহীন সীমারেখায়
আত্ম-দলনে শ্বাস-রোধী।


রাজনীতি মহা বেহায়া
জঞ্জাল দলদল!
অকারনে চলে শোষণ
তবু শুষতে অক্ষম।


কচুরিপানার নিচে গোপন-প্রেম
গন্ধ লাগে ফুলে
এক বুক পাঁক ঘেঁটে
গঙ্গাসাগরে পুণ্যার্থী!


দিগন্তজোড়া লাল মেঘ
ঝরুক লাভা হয়ে,
এক হাত চওড়া কপাল
পুড়ুক সিগারেটের মতো!


আমি কবি।
আমি শোনাই
........বলি না কিছুই!


বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?



----ঝন্টু মণ্ডল . ০৬/০৫/২০১৩ -১১:৩০am