যদি বলো, "প্রিয়ে
মনটা ফেলেছি হারিয়ে।
দেখেছো কি তারে
তোমার ঐ অন্তরে?"
বলবো আমি, "হ্যাঁ
পেয়েছি আমি তা।
সযতনে লুকিয়ে
রেখেছি হৃদয়ে।"
খুলে মন-দুয়ার
যদি ডাকো, "বঁধুয়া আমার
এসো তুমি ঘরে
দাঁড়িয়ে কেন দুয়ারে?"
প্রিয়া আমি যাবো
তোমায় আপ্‌নাবো।
ভালবাসবো তোমায়
নির্জন নিরালায়।
যদি বলো, "রাজকুমার
তুমিই স্বপ্নে আমার।
ভালোবাসি তোমায়
তোমাকেই আমি চাই।"
বলবো, "ওগো প্রিয়া
দেখো চেয়ে হিয়া।
ভালোবাসি আমিও
পারিনি বলতে যদিও।
আমি যে তোমার্‌ই
তুমি--শুধু আমার-ই।"


----ঝন্টু মণ্ডল . ০৭/০১/২০০৯ -৭pm


##আবার একটা পুরোনো কবিতা দিলাম। খাতায় কবিতাটা দেখে আগের কথা খুব মনে পড়ছিল। তাই শেয়ার করলাম।##