আমি আর তুই
বিদেশ বিভুই
চল আজ বাচি।
অশান্ত সময়
শান্তির ভয়
তবু কাছাকাছি!


চুপচাপ চল
ভালবেসে বল
ছুটবো আজ দুজনে।
পায়ে পায়ে পথ
চলবো শপথ
দিয়ে প্রাণ আর পণে।


শান্তির দূত
বড়ই অদ্ভুত
গান শোনায় শয়তানে।
ভালবাসা তার
অবাধ্য নামতার
আধো আধো উচ্চারণে।


খালি খালি হাত
নামেই প্রভাত
তবু,মুঠোফোনে ভালবাসা।
আঁধারে সূর্য
প্রেমিকের বির্য
শুধুই আজ ভরসা।


মাঠে মাঠে কাশ
তারা ভরা আকাশ
দেখ্‌ তুই শান্ত দু-চোখে।
আমি আর তুই
খোলা ছাদে শুই
খসুক তারা এ-বুকে।


ছাই-চাপা আগুন- এ
নিভুক ফাগুণে
ফুল ফুটুক প্রেম-বনে।
পেরিয়ে মাত্রা
আই শুভযাত্রা
অগোছালো চুম্বনে!


-----ঝন্টু মণ্ডল . ৭/৪/১৩-৭:৩০pm