পূব-জানালার ভাঙা কাঁচ থেকে
সবটুকু আঁধার শুষে
নূতন এক দিন ঢেলে দিলে রবি
আমার দুই চোখে।


ব্যস্ত টেবিলে গতরাতের
বাসি আধ-পড়া এঁটো কবিতা,
হাতের মুঠোয় সঞ্চয়িতা
হাই তোলে।


চকিতে তন্দ্রা-চোখ
এক বুক টেনে প্রশ্বাস
ঊর্দ্‌ধশ্বাসে স্নান্‌ঘর গুনগুন
শাওয়ারে জলকেলি!


মঞ্চ প্রস্তুত।
পড়েছে আবৃত্তির ডাক,
প্রণাম নিও ঠাকুর---
আজ পঁচিশে বৈশাখ।


----ঝন্টু মণ্ডল . ০৯/০৫/২০১৩ -৯am