পাতা ঝরে আনমনে অঝোরে
খাবি খায় পুড়ে যায়।
গাছের ডালে এলোমেলো দস্যিপনায়
অবহেলায়
আমি বসে ঠায়।


পাখি ওড়ে আমি ভাসি ডানা ঝাপটাই
পারিনা, তবু ফিরিনা।
আমি হারিনা, হারটা মানিনা
বাঁচি অপেক্ষায়
আমি বসে ঠায়।


রোজ রোজ ভোর, দুচোখ বিভোর, খুলে দোর
আসমান ছুঁই রবি দিয়ে তুই
ভুঁড়িভোজ; পিঁপড়ের দলে খাবারের খোঁজ
শুকনো পিপাসায়
আমি বসে ঠায়।


নাই লাজ নাই লাজ যদি কাজ
পেতেম মনের মতো, বিরহ যতো
পুড়ে ছারখার আর কী দরকার
এই মোহনায়
আমি বসে ঠায়।


----ঝন্টু মণ্ডল . ১১/০৫/২০১৩ -৮:৩০am