মাঝ-মাঠে ভিত্তিপ্রস্তর, উন্নয়নের নামান্তর
বছর বছর
.....আবির মাখবে।
নোনাজলের খোরাক, হলেও চুল্লু পাক
ঘুমিয়ে যাক
....লুঠতে আসবে!


নগর-কীর্ত্তনে যাযাবর বড়ই স্বার্থপর
অতঃপর
....ঘুম নাই।
হারাতে তোমায় ভয় হয়
বড় ভয় হয়
....আমি ডরাই।


দুদিন বন্ধ রান্না বুকচাপা কান্না
কুনজরে আন্না
....সওদার প্রস্তাব!
'আসবে রাতে, কামুক হাত পেতে
ভাগ ইজ্জতে'
....টাকার উত্তাপ!


অনেক ছিলো আস্থা, বক্তৃতা পচা বস্তা
"উন্নয়ন কি সস্তা?"
....মূল্য আছে!
রঙের সন্ত্রাস, কড়িকাঠে বাঁশ
আমাদের লাশ
....দেখো বেঁচে আছে!


----ঝন্টু মণ্ডল . ১১/০৫/২০১৩ -১:৩০pm