একগোছা রোদ্দুর বেঁধে রেখে ঘরে
আমি চললুম বৃষ্টির খোঁজে।
পাহাড়া দিও তোমরা
যতক্ষণ না
গামছা বোনা শেষ হয়।


দুহাতে ওম ঘষে আমি
ছুঁয়ে দেবো ওকে।
ও শিউড়ে উঠবে।
হয়তো আমিও।


নতুন এক সূর্যের জন্ম হওয়ার আগেই
সামলে নেবো আমি।
গার্গেলে ধরবো জলপ্রপাত।
আর ফোয়ারা।


আমি বৃষ্টি পাবো।
আর ফিরে আসবো।
ইউরেকা গন্ধ নাকে নিয়ে।


----ঝন্টু মণ্ডল . ১৩/০৫/২০১৩ -৫:৩০pm