অন্ধকারের বাঁধে আটকে পড়া আলো
ছোট্ট,অপরিমেয়।
বুড়ো হতে থাকা তারারাও অপারক আজ
হাত বাড়াতে!


ক্ষোভের বন্যায় আসাড় আজ
দুর্বলতা ভেবোনা!
আমার জমা তোমার পুঁজি
অনেক হিসেব বাকি।


তোমার পাঁচ-তারার আবর্জনায়
ভাসে আমার ঠাই।
খেটে খাই ঘাম ঝড়াই...
তোমার টেবিলে না-খাওয়ার পাহাড়!


আমার স্বপ্ন-গুড়ো খাবি খায় মিছিলে
প্লাকার্ড আর স্লোগানে।
তোমার মুখে প্রশান্তির হাসি
লাঠি আর বুলেটে!


নতুন বছরে নতুন শুরু
তবু পিছুটান---
ভুলিনি লাশেদের গুণতি
মৃত্যু---তোকে দেওয়া প্রতিশ্রুতি।


তুমি খুশি থাকো রাধাচূড়া হয়ে
আমি কৃষ্ণচূড়া হতে পারবোনা!
আমার ফাঁপা পাঁজরে জমেছে..
ক্ষুধার্ত কালো-রক্ত!



---ঝন্টু মণ্ডল . ১৪/৪/১৩ -৭:৩০am