আমি খুব অল্পেতেই খুশি থাকতে পারি
যদি একটু প্রেম দিস।
আমার জীবন এখন পদ্মপাতার খেলোয়াড়
তুই ফুল হয়েই থাকিস!


আন্তার্কতিকায় বেড়াতে যাবো তোর সাথে
স্বপ্নে দেখেছিলাম।
চিনামাটি আরো চুন মেখে সাদা
ফ্রীজ থাকলে ধার দিতাম!


কোমর বেঁধে ছোটে পিঁপড়ের দল
কু-ঝিক-ঝিক রেলগাড়ি।
সরষে ফুরিয়েছে কোন কালে তাই
মধুর খোঁজ বাড়ি বাড়ি।


চিরকেলে সুখ নিয়ে থাক তুই সাজঘরে
তলিয়ে যা আভরণে।
তোর প্রেমের ধ্বংসস্তুপে আমি বাড়ি বানাবো...
নীলতারার সন্ধানে!



----ঝন্টু মণ্ডল . ১৪/৪/১৩ -১pm