এক্সেলেনসির শিখর ছুঁয়েছি আমি।


দলাপাকানো বিলাসিতা যখন ছৌনাচে বিভোর
আমিও বাজিয়েছি মাদল।


গাছের বলয়ে কুড়ুলের অস্ত্রোপচার,রোজ
আমিও নাক টিপে করেছি আস্বাদ।


বস্তা বস্তা কালো টাকা আর
দগদগে রক্ত
সঁপেছি তোমার পায়ে--হুকুমতামিল!


বিনিময়ে ''বা: এক্সেলেন্ট জব",আর
চিরকালীন ভিখিরিপনা!


আমার না-পাওয়ার উপহাসে অতিপুর্ণ তুমি।
সময় এসেছে!


আর একবার ধনুকে জুড়বো তির।
নিখুঁত নিশানায়----
তোমার একবিন্দু মাথার ঘিলু!


----ঝন্টু মণ্ডল . ১৪/০৫/২০১৩ -১২pm