অত্যন্ত হঠকারিতায় ছাড়ি বিছানা।
দুঃস্বপ্ন হৃদয়-ভেদী বাণ। আর
বিবেকের হাহাকার।


অস্বস্তিরা ক্রমে নিরেট হয়।
ভিতরে যতটুকু তন্দ্রার খাদ...
ঊর্ধ্বপাতনে উধাও।


প্রাতঃরাশে রাশ টানি অদ্ভুত ক্ষিপ্রতায়
অনেকটা গোগ্রাসে!
এই বুঝি শেষ খাওয়া।


নিরীহ আকাশের বুক চিড়ে
আকাশযানের দাপাদাপি...
সহ্য করি।


সূর্যপ্রণাম করিনি কোনদিন
আজ  ছাদে।
সাক্ষাতে প্রভাত-সূর্য।


দুচোখে কাঁচা সোনা মেখে
আমি হাতড়াই গতরাত।
আমি কি অন্ধ হলাম?


----ঝন্টু মণ্ডল . ১৬/০৫/২০১৩ -৪:৩০pm