নিউরোনে আজ গৃহযুদ্ধ
আমি ছিট্‌কেছি আমা হতে।
হাজার ক্রোশ হাঁটার কষ্ট নিয়ে
উস্‌কো-খুস্কো চুল
আর আমি
আবার দিগভ্রান্ত!


শুকনো কান্না হাসি হয়ে ফেরে
অরুচি নোনাজলে।
অনেক হাসি পাওনা ছিলো
আজ আর হিসেব নিইনা।
একলা ওড়নার গাঁটেই
আমি অংকে কাঁচা...
আবার-ও!!


ভাবা কাজ পড়ে থাকে
যেটা করি--তাও ভুল করে।
ধুলোর সাথে ঘর করা সন্ধ্যের
আঁচল ধরে ছুটি
নোনার মালিক সাগরে---
ওকেও স্বপ্ন দেখাই..
প্রকৃতির টানে।


হামান-দিস্তায় গুঁড়ো করো মোরে
মাথাটা যেন মিহি হয়।
বিকিয়ে দিও কেজিদরে তা
না-হয় ফ্রী-তেই।
যদি কিছু বেপরোয়া স্বপ্ন
মুড়োতে না চায়---
মিশিয়ে দিও ক্ষুদে-ভাতে..
আমার নামটা কেটে দিয়ে!!


----ঝন্টু মণ্ডল . ১৭/৪/১৩ -৭pm