কানের পাশটায় কাঁপন।
অভ্যস্ত অনুমানে আঙুল-খত।
মিষ্টি সুরেলা কণ্ঠে আন্দোলন
এক পুকুর মনে
একটা স্বপ্ন ছুঁড়ে দিলে যেমন হয়।


সুপ্রভাত।
তরঙ্গের বহর ধীর প্রসারে
ছোট হতে হতে ছিঁড়ে যায়
বাসি ঘুম।


পর্দা লুকিয়ে কোনমতে রৌদ্র-পাস
মার্বেলে প্রতারিত হয়ে আমার চোখে
ভোর টানে;
এই প্রথম!


হঠাৎ ধমকে চমক লাগে
"কিরে আর কত ঘুমাবি?"
আনকোরা প্রশ্ন
উত্তরও অজানা।
অস্ফুটে জানাই শুধু
সুপ্রভাত।


না চাইতেই অনেক দিয়েছিস তুই।
আর একটু বেশি হলে
ক্ষতি কী?


----ঝন্টু মণ্ডল . ১৮/০৫/২০১৩ -৭am