নিজের শরীর তবু নিজের নয়
যে যখন চায় সঁপতে হয়।
চেনা নিঃশ্বাসে অচেনা বিষ
ভাগ্যিস,
অনুক্ষণ
সাদা শরীরে লাল-সবুজ ধর্ষণ!


একফোঁটা শরীর ধার যদি পেতাম
চৈত্র-সেলে কালবৈশাখী লুফতাম।
নোনাঘামে অতলের হদিস
ডাক দিস,
দলছুট
মানুষের ঘরে মান-হুঁশ লুঠ!


হবু-কঙ্কালে বাড়তি শুধুই চামড়া
মেদ মাংস কবেই গেছে,গণতন্ত্রে আমরা!
ছানি চোখে ফ্যালফ্যাল না-পাওয়া চাওয়া
ধাওয়া;
ভাগ্‌ভাগ_
ভদ্র অঙ্গে ফাঁস-কালো দাগ!


বাকিটুকু কী হবে,শুষেই নাও
বিনিময়ে একটুকরো শ্মশান দাও।
নাক কাটা স্বপ্নেরা থেকে যাক
তাক-তাক;
হৈ-চৈ
মানুষ---আমার আত্মাটা কই??


----ঝন্টু মণ্ডল . ১৯/৪/১৩ -২am