তলানিতে যেটুকু রস ছিলো
কৈশিকে শুষি তা
রসিক হবার চেষ্টায়।
বে-আক্কেলে ক্লীবের দল
আমাকে নিজের লোক ভাবে!


কিছুক্ষণের চুপকথা রূপকথা হবার দৌড়ে
পায় অক্সিজেন
তোমার অধোবদনা লাজে।
আমি নিঃশ্চুপ।
আড়চোখে তোমায় মাপি।


প্রাপ্তবয়স্ক বিকেল বড় বেহায়া
লাগাম-খোলা ইশারায়।
সুগন্ধি ছাতিমে নিজেকে কেমন
বিষধর সাপ বলে মনে হয়।
বিষদাঁত শুধু সম্মতির অপেক্ষায়!


আমি হারিয়ে যাই
তিল-ঠোঁটে আধো-হাসি চোখে মেখে।
হয়তো তুমি আজও বসে একা
পুরোনো সেই ছাতিম তলে।
কিন্তু বিষ যে আমার পিছু ছাড়েনি!


----ঝন্টু মণ্ডল . ১৯/০৫/২০১৩ -১১am