সদ্য পিন্ড দিলাম রুচিতার।
হাতের চাপে গোল করে
ভাসিয়ে দিলাম শালীনতা--
যা, ভেসে যা।
গঙ্গার কালো-অ্যাসিডে
ঝলসে মর।


হলহলে জিভ একহাত ঝোলে;
নিচে শিব না কালী--
তুই দ্যাখ!
আমার লালায় সলিলসমাধী তোর।
তোর অভিশাপ...?
....আমার সপাটে লাথ!


ভদ্রতা চুলোয় যাক!
এতদিন তো ছিলাম--
পেয়েছি কিছু?
উল্টেপাল্টে কৌলীন্য-নাশ
সতীত্বের শ্যাম্পেন চুষেছিস অনেক
আমি জিন্দা-লাশ!!


লাশ-পোড়া গন্ধে ঘর সাজাবো তোর
থেঁতলানো ঘিলুতে প্রীতিভোজ।
তোর বুকের আদিম চুলে
ধরাবোই আমি ধস---
দেখে নিস!


বেডরুমে সুখ-ফাঁদ
যত খুশি বেঁধে রাখ।
তোর সুখের ঘরে বিশ্বকর্মা হবো..
প্রস্তুত হ .
ফর্মালিন কিনে রাখ!!



----ঝন্টু মণ্ডল . ২০/৪/১৩ -৭am