একটা জলের ফোঁটায় দশটা পৃথিবী।


পৃথিবী গুলোরও বেশ ভাগ আছে।
লাল নীল সবুজ হলুদ....
অনেকটা বেনীআসহকলা।


আমার পৃথিবীতে তোমার স্বচ্ছ যাতায়াত
তবু ফারাক বিস্তর!


এপার থেকে ওপার---দৃষ্টি নিমজ্জন
বাকিটা ভাগ-বাঁটোয়ারা।


সীমানাগুলো ক্ষয়ে ক্ষয়ে কেন্দ্রে জমা
যেখানে নির্বাচন-বাদের লুপ্তি।
শুধু তৃষ্ণা!


একটা জলের ফোঁটায় গোটা বিশ্ব লেপা
কেন্দ্রে তৃষিত আলপনা।
সূর্যপ্রণামী।


----ঝন্টু মণ্ডল . ২০/০৫/২০১৩ -৫pm


##এই প্রথম একটা সিরিজ লিখতে চলেছি।আজ প্রথমটা লিখলাম।পরেরগুলো পরে পরে প্রকাশ করবো আশা করি।##