একটা জলের ফোঁটায় হাজার সিন্ধু।


সুনীলের মাঝ-বুকে বিন্দু বিন্দু আলস্য
গভীরতায় তরঙ্গ শোষে।


একঝাঁক ঢেউ এসে লুটোপুটি
স্বপ্নপাড়ে।
জলরঙে চিত্রলেখা।


সমষ্টি থেকে খসিয়ে আমাকে ভালোবাসো
তির্‌তিরে কাঁপনটাই পাবে।


বেহুলার স্বর্গযাত্রায় সাক্ষী হয়ে
কোনো এক হাড়ের ফাঁকে
সূর্য-বৃষ্টিস্নাত ভেসে চলা
পুনর্জন্মের সন্ধানে।


একটা জলের ফোঁটায় অখণ্ড সমুদ্র বাঁচে
দুহাতে নদি বিলায় পবিত্রতা।
পুণ্যস্নান।


----ঝন্টু মণ্ডল . ২১/০৫/২০১৩ -৮:৩০am


##আজ দ্বিতীয় পর্ব...
আগেরটা যে আপনাদের আকর্ষিত করেছে তাতে আমি খুব্‌ই খুশি। আর সেটাই আমাকে জল-ফোঁটা কে এগিয়ে নিতে উৎসাহ দিয়েছে...ধন্যবাদ সবাইকে....##