একটা জলের ফোঁটায় গোনাতীত জীবন।


চর্ব-চোষ্য-লেহ্য সময়ের উচ্ছিষ্টে
উপুর্যুপরী জীবন-গাথা
ফোঁটা ফোঁটা ঘামে মাটি ছোঁয়।


তোমার আমার মিল এই এখানেই!


ফুটপাতের না-ঘরে পড়ে থাকা অবহেলায়
শৈশব শুকিয়ে কাঠ
এক ফোঁটার হাহাকারে।


অন্যদিকে ল্যাক্টোজেনের ওক।


মুখের মামাতো-ভাত মৃত্যু-পূর্ব দুধ-গঙ্গায়
তলিয়ে যায়।
এক ফোঁটা মুক্তি বুদবুদে।


একটা জলের ফোঁটায় আস্ত জীবন ধরা।
কচুপাতা সময়ের দাস;ক্রীতদাস নয়!
তৃষ্ণা-সমর্পণ।


----ঝন্টু মণ্ডল . ২১/০৫/২০১৩ -৪:৩০pm


##আজ তৃতীয় পর্ব। বাকি টুকু লেখা প্রায় শেষ। আরো দুটো পর্ব দিয়ে শেষ করবো। এটাই আমার প্রথম সিরিজ লেখার প্রয়াস। সমালোচনা কাম্য। ধন্যবাদ।##