মাটি চুষে মৃত্যুঞ্জয়ী হয়ে বসে আছিস
জটায় জগৎ জড়ানো।
ছেঁড়া কেউটে-গঙ্গা নিজেই আজ পুণ্যার্থী!


অহেতুক ঝুঁকি নিয়ে মোক্ষ লাভ
টাইম-ফুলের মতোই ফুটে মরে!


চল্লিশোর্ধ মৃত্যু চোখ রাঙায়
টেকো মাথায় চুলের টিটকিরি।


নুয়ে পড়া গোলাপ থেকে
একফোঁটা মৃত্যু ধার নিতে পারি---
কফি হাতে সিগারেটে পুড়ে টানবি!


স্ব-ঘোষিত ডুমুর-ফুল হয়েছিস--
উলঙ্গ স্বপ্নের নির্লজ্জ রাজা!


তুই কানকাটা হয়ে গর্বিত;
তা বলে আমি ঠোঁট-কাটা হবো না কেন?



----ঝন্টু মণ্ডল . ২৩/০৪/১৩ - ২pm