ইচ্ছে-শালিকের এক পা কাটা
লেজ ঘষ্‌টে হাঁটে।
ওপাড়ার বুড়ো ষাঁড় একাকী
ভোগে বেকারত্বে!


অস্ফুটে বিরক্তি
ঘামে ভেজা পকেটে জবানবন্দী
মাথাচাড়া দিলেই..... ভাঙন!


বৃষ্টির গুঁড়ো মেখে রোমান্টিক
ভাগ্যিস চমকায়নি বিদ্যুৎ...
বীরত্ব পুড়ে ছাই হতো!


ইচ্ছে করে সূর্য-পোড়া খেতে
সুকান্তের ঝলসানো রুটিতে ডিনার
সাথে বোতল-খানেক ধুমকেতু!


শরীর এলানো বিছানায়
সব পেয়েছির অবসাদ সর্বগ্রাসী।
চুল আর নখ আজ একাকার
মধ্যস্থতায় ভাঙন!


----ঝন্টু মণ্ডল . ২৫/০৪/১৩ -৭pm