মানুষের স্রোতে কংক্রিটের জঙ্গলে
আমি আজ একাকী...
অচেনা মুখের চেনা ভিড়ে আক্রান্ত এ শহর
বাড়ে শ্বাসকষ্ট...
তবু এগিয়ে যায়!
হাঁপাতে হাঁপাতে!


ঘুমের সাথে আড়ি আমার।
বিছানায় পড়ে থাকি---আধশোওয়া হয়ে।
চোখের তলায় রং পাল্টায় দিনেদিনে
কোনায় আলোর ঝিলিক...
তবু মোছাবার কেউ নেই!
অভিমানে শুকিয়ে যায়!


শরতের এক পশলা বৃষ্টির পর
ক্ষণিক সূর্যের ছটা...
মন চায় বন্ধু পেতে.... পায়-ও।
--স্বার্থপর একদল মানুষ!
আঘাতের পর আঘাত!
বুকে রক্তক্ষরন...


অসম লড়াই-এর তীব্র যন্ত্রণা শেষে
হারতে চলেছি আমি;
স্বার্থপরতায় আকীর্ণ শহরের জালে
শিকার আজ আমিও....
আমাকে আর খুঁজো না!
পাবে না...!



----ঝন্টু মণ্ডল . ২৭/০৩/২০১২ -১১:৩০am