ফাঁকা বোতলে জীবন পোড়া
চোখবোজা আত্মমগ্নতায়।


বেহিসেবী চাওয়া গুলো
ব্লাকবোর্ডে তিড়িংবিড়িং...
রঙিন চকে সুখ আঁকি
এক ফুঁয়ে যায় উড়ে!


সাহিত্যিকের পকেট কেটে এপাড়-ওপাড়
টোকা সৃষ্টিতে দিগ্বিজয়।
অভিমানী ভাবনাগুলো বালিশের খোলে
ভেজা তুলোয় সারে ডিনার!


পোড়া ঠোঁট কালো হয়...
ঝল্‌সায় হাওয়া-ঘর!
বিষাক্ত ধোঁয়ায় খাবি খায় চুম্বন...
জোড়-হাতে ঝোঁকায় মাথা।


"ওরে পাষাণ-- তুই ভাঙ, ভাঙ তুই....
বিশ্বাসে মেলায় 'আমি', তর্কে বহুদূর!!"


----ঝন্টু মণ্ডল . ২৮/০৪/১৩ -২:৩০pm