নিঃশব্দ হাত তালিতে গেলা সময়
ডুমুর পাতায় বমি।
ঘামাচির পাহাড়ায় চোরা শরীর
সাদা পাউডারে ঢেকেছে সূর্য।


ফর্মুলা ওয়ানের দৌড়ে শরিক
গার্ড নেই?
বয়েই গেছে....
মরলে তোর বাপের কি?


থমকানো ইঞ্জিন---
তড়িঘড়ি কাদাজল!
প্রাপ্তি-- হেঁচকি, শ্বাসকষ্ট
আর ফুসফুসে দুটো ফুটো!


তন্দ্রায় স্টেশন
থমথমে ভিড়
অপেক্ষা গিলছে হাসি।
ট্রেনের সময় হলো?


অস্তিত্বে কাঁপুনি---
বাঁদিক ধড়ফড়!
এভাবেই অসহায় আত্মসমর্পণ...
---বাঁচার আগ-অবধি!


----ঝন্টু মণ্ডল . ৩০/০৪/২০১৩ -৯:৩০am