কেনই বা বলবো আমি
মুখ ফুটে অন্তর্যামী
যে সময় আসে যায়
নিরুপদ্রব পাহাড়ায়
তন্দ্রিত দুই চর্মচোখে
আলপনায় স্বপ্ন আঁকে
চলে যায় ভুলে যায়
তেপান্তরে ভেসে যায়
অকূল কিনারায়. . . .


পাড়ে বসে অসহায়
ইষ্টনাম জপি--- সেই আমি !


কোথায় তুমি ! !


----ঝন্টু মন্ডল . ১৬/০৮/২০১৩ -২pm