নি:শ্ছিদ্র পাহাড়ায় প্রতিটাক্ষণ
তলিয়ে যায় জীবনে
যতক্ষণ না তাতে ঘুণ ধরে
শেষবারের মতো।


অযথা অপব্যায়ে হুশ ফেরে
দীর্ঘস্থায়ী হা-হুতাশে
আমরণ ঠেকে শেখা।


নিরলস অহমিকা তখনও ছিদ্রাণ্বেশী
সবিশেষ গোলকধাঁধায় ঘোরে
আমিত্বের অণুবীক্ষণ !


চাল কলা আর মুগডালে
গাদা পাপ সাদা করার আপ্রাণ চেষ্টা
ভগবতীর রক্তে l
নিজ রক্ত ?
তাও মেলে -- বুক চিরে !


ক্ষান্ত হই l
কণ্ঠ শুকালো, ক্ষিদেও নেই।
একটু জল...
আর শেষ কাঠ l
জানি সব বৃথা !


দেহ তো আর আমার নয় !!


----ঝন্টু মন্ডল . ২৪/০৭/২০১৩ -৫:৩০pm