অনাকাঙ্খিত কিছু শব্দ ঝরার
আঁচ পেয়েছিলাম
নিঃশব্দে।


শাঁখের আঁচড়ে সন্ধ্যা যেমন ককিয়ে ওঠে
নিজের কাছেই অপরিচিতের মতো
লাল হয়েছিলাম--
শিউড়ে উঠে।


ঘামের সাথে বোঝাপড়া যখন প্রায় শেষ
সঙ্গী ডিহাইড্রেশন।
লবণ তবু চোখ ছাড়ে না।
অল্পবিস্তর উন্নাসিকতায়
তখনও ছায়া খুঁজি--
কোঁচকানো নাকে।


ক্ষয়ে-যাওয়া বারুদ;
তবু দেশলাই ঠোকার মাঝে
কী এক মজা আছে!
হয়তো আগুনের নেশা!


আসলে দুঃখেরও প্যাশন আছে।
আর প্যাশনের দুঃখ!


----ঝন্টু মণ্ডল . ১২/০৬/২০১৩ -৪:৩০pm